Sylhet Today 24 PRINT

এদেরের দুর্দান্ত গোলে পরের রাউন্ডে ইতালি

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো ইতালির। হার মানলো সমানে লড়া সুইডেন। ইউরো চ্যাম্পিয়নশিপের শুক্রবারের খেলায় ৮৮ মিনিটে এডারের দুর্দান্ত এক গোল সুইডেনের স্বপ্ন ভেঙ্গে দিল। ১-০ গোলে জয় পেলো বর্তমান রানার্স আপ ইতালি।

ইউরো-২০১৬ এর লড়াইয়ে এটি তাদের টানা দ্বিতীয় জয়। ‘ই’ গ্রুপে থাকা ইতালি প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়েছে ২-০ গোলে। আজকের জয়ে পরের রাউন্ড নিশ্চিত হলো ইতালির।

অন্যদিকে আয়ারল্যান্ড রিপাবলিকের সঙ্গে হারতে হারতে আত্মঘাতী গোলে ১-১ ব্যবধানে ড্র করেছিল সুইডেন। সেবার  কোনোমতে পার পেলেও এবার ইতালির হাত থেকে আর রেহাই পেল না।

ইব্রাহিমোভিচের মতো তারকা থাকার পরও দলটির আক্রমণভাগ টানা দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠতে পারেনি। দুই ম্যাচে ১৮০ মিনিটের লড়াইয়ে একবারও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি তারা। গ্রুপের শেষ ম্যাচে সুইডিশদের প্রতিপক্ষ ফিফা র‌্যাংকিং অনুযায়ী ইউরোপের সেরা দল বেলজিয়াম।

প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারানো ইতালির ম্যাচের শুরুটা হয় সাধারণ মানের। প্রথমার্ধে বল দখলে তাদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল সুইডেন। অনেকটা মাঝমাঠ কেন্দ্রিক প্রথমার্ধের ফুটবলের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠার ইঙ্গিত মেলে। কিন্তু গোলের ভালো কোনো সুযোগ তৈরি হয়নি।

৮২তম মিনিটে ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগটি পায় ইতালি। এমানুয়েলে জাক্কেরিনির দারুণ ক্রসে লাৎসিওর মিডফিল্ডার মার্কো পারোলোর হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে।

ছয় মিনিট পরেই আসে এদেরের সেই অসাধারণ গোল। বাঁ দিক থেকে বল পায়ে প্রতিপক্ষের তিন জনের মধ্যে দিয়ে অনেকটা আড়াআড়ি দৌড়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। দুই মিনিট পরেই ব্যবধান বাড়তে পারতো, তবে পিএসজির মিডফিল্ডার থিয়াগো মোত্তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া ইতালির গ্রুপ অব ডেথ হিসেবে বিবেচিত ‌‘ই’ গ্রুপের কমপক্ষে রানার্সআপ হওয়াটা নিশ্চিত হয়ে গেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.