Sylhet Today 24 PRINT

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন শুভ

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী ভিক্টোরিয়া ম্যাচে তাসকিনের নিচু বাউন্সারে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়ে ঢাকার এপোলো হাসপাতালে ভর্তি হন সোহরাওয়ার্দি শুভ। ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধান শেষে আজ রোববার বাসায় ফিরেছেন বলে সোহরাওয়ার্দি শুভর স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।  

শুভর স্ত্রী বলেন, শুভর শারীরিক অবস্থা এখন ভালো। ডাক্তারের পরামর্শেই তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সাত দিন পর একটি চেকআপের জন্য আবার হাসপাতালে আসতে হবে।

আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে তখন ২১ রান নিয়ে ব্যাটিং করছিলেন শুভ। তাসকিনের করা ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলটি বাউন্সার মনে করে কিছুটা নিচু হয়েছিলেন তিনি। কিন্তু বল ততটা উঁচু হয়নি। দ্রুতগতির বলটি তার মাথার নিচের ডান কানের পিছনের দিকে বিপজ্জনক জায়গায় লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শুভ। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় তাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.