Sylhet Today 24 PRINT

ফ্রান্সের পরাজয়ে সমর্থকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক |  ১১ জুলাই, ২০১৬

ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা স্বপ্ন ভেঙে যাওয়ার পর বিক্ষোভ শুরু করেন ফ্রান্সের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

রবিবার রাতে ইউরোর ফাইনালে পর্তুগালের মুখোমুখি হয় স্বাগতিক ফ্রান্স। প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখার জন আইফেল টাওয়ারের নিচে জড়ো হন হাজারো মানুষ। কিন্তু ফ্রান্স হেরে যাওয়ার পর তা মেনে নিতে পারেননি সমর্থকরা। স্বপ্নভঙ্গের বেদনায় বিক্ষোভে ফেটে পড়েন তারা।

এই বিক্ষোভ থামাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সশস্ত্র পুলিশ মোতয়েন করা হয়। ছোড়া হয় কাঁদুনে গ্যাস। ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, আইফেল টাওয়ারের পাশে প্রায় ৮০ হাজার নিরাপদ ফ্যানজোন আছে যেখান থেকে সবাই খেলা দেখতে পারে। কিন্তু এদিন মানুষ এত বেশি হয়েছিলো যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়।

ঘটনায় দায়িত্বরত এক ‍পুলিশ কর্মকর্তা জানান, অনেক মানুষ সামনে আসতে চাইছিলো। কিন্তু সেটা সম্ভব না। তাদেরেকে থামাতে আমরা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হই। তাদের কেউ কেউ আগুনও জ্বালাচ্ছিলো। এজন্য আমাদের কঠোর পদক্ষেপ নেয়া ছাড়া কিছু করার ছিলো না।’

এর আগে বৃহস্পতিবার জার্মানির বিপক্ষে ফ্রান্সের খেলার দিনও এমন ঘটনা ঘটেছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.