Sylhet Today 24 PRINT

প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক |  ১২ জুলাই, ২০১৬

এতদিন পর্যন্ত অলিম্পিকে বাংলাদেশের অংশ গ্রহণ সীমাবদ্ধ ছিল বিশেষ কোটা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। তবে এই প্রথম ইতিহাসে প্রথম বারের মত বাংলাদেশের কেউ সরাসরি অলিম্পিকে  অংশ নেয়ার গৌরব অর্জন করলেন। গলফার সিদ্দিকুর রহমান দেশ ও নিজের জন্য বয়ে আনলেন এমন গৌরব।

১৯৮৪ সালে সর্বপ্রথম লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে নিয়মিত দ্য গ্রেটেস্ট শো অন আর্থে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। তবে সেটা ঐ বিশেষ কোটা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।

ইতিহাস সৃষ্টি করা শুধু সময়ের ব্যাপার ছিল। শুধু প্রয়োজন ছিল এ সপ্তাহে প্রকাশিত গলফ র‍্যাকিংয়ের ৬০ জনের মধ্যে থাকা। এই অবস্থানে থাকতে পারলেই ইতিহাসটা তৈরি করে ফেলবেন সিদ্দিকুর রহমান।

অবশেষে সেই সুসংবাদটা বাংলাদেশ পেয়েই গেলো। ৬০ জনের মধ্যেই রয়েছেন সিদ্দিকুর। তিনি রয়েছেন ৫৬তম স্থানে এবং এরই সুবাধে রিও অলিম্পিকে প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে গেলেন এই গলফ তারকা।  

গত সপ্তাহে চীনা তাইপেতে টুর্নামেন্ট শেষ করার পর সিদ্দিকুর ছিলেন ৫৩তম স্থানে। তখনই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তার রিও ডি জেনিরো যাওয়া। আজ (সোমবার) প্রকাশিত র্যাংকিং শেষে আর কোনো সংশয় রইল না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.