Sylhet Today 24 PRINT

বাতিল হলো ম্যানচেস্টার সিটি-ইউনাইটেড দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

প্রিমিয়ার লিগ মৌসুমের অন্যতম সেরা লড়াইয়ের উপলক্ষ দিতে যাচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। এই লড়াইকে আরো চমকপ্রদ করে তুলেছে দু দলের কোচ মরিনহো এবং গার্দিওলা। মৌসুম শুরুর আগেই দু’দলের খেলার কথা রয়েছিল সোমবার। কিন্তু হঠাৎ করেই বাতিল করা হলো সে ম্যাচটি। আর তার কারণ হলো আবহাওয়া।

বেইজিংয়ে ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় আজ সন্ধ্যায়। কিন্তু বেশ কিছুদিন ধরেই মুষলধারে বৃষ্টি হচ্ছে চীনের রাজধানীতে।

অতিবৃষ্টিতে এর মধ্যে চীন জুড়ে তিন লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে। মারা গেছে প্রায় ২০০ লোক। মাঠে খেলাটাও হয়ে পড়েছে বিপজ্জনক।

মাঠকর্মীরা কাল থেকে ঠিকঠাক করার চেষ্টা কম করেননি। কিন্তু শেষ পর্যন্ত সেটি খেলার উপযুক্ত অবস্থায় আনা যায়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের অফিশিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়েছে, ম্যাচটা আজকে আর হচ্ছে না।

এই মৌসুমেই ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন মরিনহো। অন্যদিকে, সিটির ডাগআউটে এসেছেন গার্দিওলা। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার সেই পুরোনো দ্বৈরথের দ্বিতীয় পর্ব আজকের ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা ছিল। সেটি এখন কিছুদিনের জন্য পিছিয়ে গেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.