Sylhet Today 24 PRINT

অ্যাথলেট শিরিন আক্তারও ব্যর্থ হলেন

স্পোর্টস ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

রিও অলিম্পিকে ব্যর্থতা অব্যাহত রয়েছে বাংলাদেশের ক্রীড়াবিদদের। শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, আর্চার শ্যামলী রায় ও সাঁতারু মাহফিজুর রহমানের পর এবার ব্যর্থ হয়েছেন অ্যাথলেট শিরিন আক্তারও।

শুক্রবার প্রতিযোগিতার অ্যাথলেটিকসে নারীদের ১০০ মিটার দৌড়ে হিটেই বাদ পড়েছেন তিনি। প্রতিযোগিতার এক নম্বর হিটে আট অ্যাথলেটের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি। তাঁর টাইমিং ১২ দশমিক ৯৯ সেকেন্ড।

টানা দুই মৌসুম দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। সেই সুবাদে এবারের অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

এর আগে শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৫তম হয়েছেন বাকি। তাঁর স্কোর ৬২১ দশমিক ২। তাই বাছাই থেকেই বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই বাংলাদেশি শ্যুটার।

প্রতিযোগিতার এলিমিনেশন রাউন্ড থেকে বাদ পড়েছেন আর্চার শ্যামলী রায়ও। মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্টে হেরে যান তিনি। এর আগে গেমসে তাঁর শুরুটাও ভালো হয়নি।  র‍্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হয়েছিলেন তিনি।

পুরুষদের সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর ব্যর্থ হয়েছেন পাঁচ নম্বর হিটে আটজনের মধ্যে পঞ্চম হয়ে। তা ছাড়া মোট ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন এই বাংলাদেশি অ্যাথলেট। তাঁর টাইমিং ২৩ দশমিক ৯২ সেকেন্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.