Sylhet Today 24 PRINT

অলিম্পিকের ফাইনালে ভারতের ললিতা

স্পোর্টস ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৬

অলিম্পিক অ্যাথলেটিক্সের পদক লড়াইয়ে শেষ কবে যোগ্যতা পেয়েছিল ভারত তা হয়তো ভুলে গেছে অনেকে। সবাইকে তা মনে করিয়ে দিয়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন ললিতা বাবরও। ১৯৮৪ অলিম্পিকের পর আবার গেমসের অ্যাথলেটিক্সের ফাইনালে উঠলেন কোনো ভারতীয়। সেবার ট্র্যাকের ফাইনালে উঠেছিলেন পিটি উষা। এবার ৩০০০ মিটার ট্রিপলচেজের ফাইনালে উঠেছেন ললিতা। হিট টুতে চতুর্থ হয়েছেন তিনি।

এবারের অলিম্পিকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় দল পাঠিয়েছে ভারত। অষ্টম দিন পেরিয়ে গেলেও তাদের কোনো পদকের দেখা নেই। তবে এখনো বাকি অনেক ইভেন্ট। তার মধ্যে ললিতার ট্রিপল চেজ। দক্ষিণ কোরিয়ার ২০১৫ এশিয়ান গেমসে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ৯ মিনিট ১৯.৭৬ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকে ভারতের জাতীয় রেকর্ড গড়েছেন ললিতা। বিশ্ব মঞ্চে এর আগে একবার ঝলক দেখিয়েছিলেন ললিতা। ২০১৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই ইভেন্ট অষ্টম হয়েছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.