Sylhet Today 24 PRINT

তাসকিনকে ছাড়াই বৃহস্পতিবার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা?

স্পোর্টস ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

আফগানিস্তান দল এসে গেছে বুধবার বিকেলেই। তবে এখনো ঘোষণা হয়নি এই সিরিজের বাংলাদেশ দল। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আসা তাসকিনের আহমেদের ফলাফলের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষার ফলেই এই বিলম্ব বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরের আগে তাসকিনের বোলিং পরীক্ষার ফল জানা না গেলে তাকে বাদ রেখেই দল ঘোষণা করবেন নির্বাচকরা। তবে পরে ফল আসলেই দলে অন্তর্ভুক্ত করা হবে তাসকিনকে।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)  দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ জনের স্কোয়াড ঘোষণা করবেন। তবে তাসকিনের ফল পাওয়া না গেলে ঘোষণা হতে পারে ১৪ জনের দল।

বিভিন্ন সূত্রে জানা গেছে আফগানিস্তান সিরিজে সাকিবের সাথে বাঁহাতি স্পিনে সঙ্গ দিবেন মোশারফ হোসেন রুবেল। ২০০৮ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া দলে ফিরছেন পেসার রুবেল হোসেন। অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখা যেতে পারে দলে। শফিউল কিংবা শুভাশিস রায়ের মধ্যে যেকোন এক পেসার আসতে পারেন চমক হয়ে। এছাড়া বাদবাকি জায়গাগুলো অনুমিতই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.