Sylhet Today 24 PRINT

আফগান সিরিজের দল ঘোষণা: আল-আমিন বাদ, নতুন মুখ সৈকত

ক্রীড়া প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যে বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে নতুন মুখ অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
বোলিং পরীক্ষার ফল না পাওয়ায় তাসকিনকে রাখা হয়নি এই স্কোয়াডে। তবে ফল আসার পর পরই যাতে দলে নেয়া যায় সেজন্য সুযোগ রাখা হয়েছে ১৩ জনের দল ঘোষণা করে। অর্থাৎ চাইলে যেকোন সময় আরও দুজনকে নেয়া যাবে।

অনেকটা চমক হয়েই দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। ইনফর্ম আল-আমিনের বদলে টাইগার স্কোয়াডে জায়গা পেয়েছেন এই পেসার।

১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়াদের তালিকায় আরো রয়েছেন এনামুল হক, আলাউদ্দিন বাবু, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ ও মোশাররফ রুবেল।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আগামী ২৫ সেপ্টেম্বর মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে মাশরাফির দল।

১৩ সদস্যের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত,  মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.