Sylhet Today 24 PRINT

২৩৩ রানে অলআউট আফগানিস্তান

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বোলারদের দাপটে ২৩৩ রানে গুটিয়ে গেছে সফরকারী আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক আসগার স্তানিকজাই।

বিসিবি একাদশের তিন পেসার নেন সাত উইকেট আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তুলে নেন তিন উইকেট।

ত্রয়ী পেসারের চমৎকার বোলিংয়ে শুরুতেই চাপের মুখে পড়েছে আফগানরা। তাদের রানের গতিও বোলারদের নিয়ন্ত্রণে। প্রথম সাত ওভারে ৩০ রান পর্যন্ত কোনো উইকেট হারায়নি আফগানরা। বিসিবি একাদশের তিন পেসার আলাউদ্দিন বাবু, আবু হায়দার রনি ও শুভাশ্বিস রায় আফগানদের সাতটি উইকেট নেন।

অষ্টম ওভারে আবু হায়দার তুলে নেন নওরোজ মঙ্গলকে (১০)। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন লিটন দাস। আফগানরা পরের ওভারেই হারায় বিপজ্জনক মোহাম্মদ শাহজাদকে (১৭)। তাকে বোল্ড করেন আলাউদ্দিন বাবু। কিছুক্ষণের বিরতির পর বদলী বোলার শুভাশিস রায় শিকার করেন রহমত শাহকে (৮)।

আফগানদের বিপদে হাল ধরেন অধিনায়ক আসগার স্তানিকজাই ও হাশমাতুল্লা শহিদি । শহিদিকে (৬৯) রানে ফেরান পেসার আলাউদ্দিন বাবু আর অধিনায়ক আসগার স্তানিকজাইকে(৩০) রানে সাজঘরের পথ দেখান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শেষ দিকে রশীদ খান ও আশরাফের ব্যাটিংয়ে ২০০ রানের কোটা পার করে আফগানরা। শেষ ওভারে আলাউদ্দিন বাবু তার দ্বিতীয় বলে দৌলত জারদানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললে ৪৯ দশমিক ২ ওভারে অলআউট হয় আফগানরা।

বিসিবি’র বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু ও ডানহাতি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ তিন উইকেট নেন।

এছাড়াও পেসার শুভাশ্বিস রায় ও আবু হায়দার রনি দু’টি করে উইকেট নেন। 

বিসিবি একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), আনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, শুভাগত হোম, আবু হায়দার রনি, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, শুভাশিষ রায়, মেহেদি হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু এবং লিটন দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.