Sylhet Today 24 PRINT

৫০০তম টেস্টে ভারতকে চেপে ধরেছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

ভারতের ইতিহাসের ৫০০তম টেস্টের নিয়ন্ত্রণ এখন অনেকটাই নিউজিল্যান্ডের হাতে। দ্বিতীয় দিনের শেষ সেশন বৃষ্টিতে ভেসে না গেলে ভারতের দিনটা আরও খারাপ হতে পারত।

কানপুরে স্বাগতিকদের  প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট করার পর নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়েই তুলে ফেলেছিল ১৫২ রান। এরপর বৃষ্টিতে আর দিনের খেলা হয়নি।

৩৫ রানে ওপেনার গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। পেসার উমেশ যাদবের বলে এলবিডব্লু হয়েছেন গাপটিল। এরপর টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১১৭ রান। ল্যাথাম ৫৬ রানে ও অধিনায়ক উইলিয়ামসন ৬৫ রানে অপরাজিত আছেন।

ল্যাথাম অবশ্য ৪৭ রানেই ফিরতে পারতেন। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বলে সুইপ করেছিলেন কিউই ওপেনার। বল তাঁর বুটে লেগে শর্ট লেগ ফিল্ডারের হাতে চলে যায়। ফিল্ডার লোকেশ রাহুল অবশ্য অনেক চেষ্টার পরই হাতে জমাতে পারেন বলটিকে। বল ল্যাথামের বুটে লাগার আগে কিংবা পরে মাটিতে পড়েছে কিনা তা দেখতে থার্ড আম্পায়ারের শরন নেওয়া হয়। টেলিভিশন রিপ্লেতে দেখা গেল মাটি ছোঁয়নি বল, তবে ক্যাচ নেওয়ার আগে রাহুলের হেলমেটের গ্রিলে লেগেছে। ক্রিকেট আইনের ৩২.৩ ধারায় বলা আছে ক্যাচ নেওয়ার আগে বল ফিল্ডারের হেলমেট ছুঁয়ে গেলে ওই ক্যাচ বৈধ হবে না।

সকালে ৯ উইকেটে ২৯১ রান নিয়ে দিন শুরু করা ভারতের হয়ে আরও কিছু রান যোগ করেন রবিন্দ্র জাদেজা। শেষ উইকেট উমেশ যাদবের সঙ্গে জাদেজার জুটি ৪১ রানের। বাঁহাতি অলরাউন্ডার অপরাজিত থাকেন ৪৪ বলে ৪২ রানে।

পরে অবশ্য সুবিধা করতে পারেননি নিজের মূল কাজ বোলিংয়ে। পারেননি রবিচন্দ্রন অশ্বিনও। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটিও তাই নিউ জিল্যান্ডের।


সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩১৮

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৫২/১ (গাপটিল ২১, ল্যাথাম ৫৬*, উইলিয়ামস ৬৫*; শামি ০/২৬, যাদব ১/২২, জাদেজা ০/৪৭, অশ্বিন ০/৪৩, বিজয় ০/৫)। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.