Sylhet Today 24 PRINT

আফগানিস্তানকে শক্ত প্রতিপক্ষ মানছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ গত নভেম্বরে। ঘরের মাঠে প্রায় এক বছর পর আরেকটি সিরিজ খেলতে নামছেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। প্রতিপক্ষ আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তান। নিজেদের মাটিতে এই দলকেও শক্ত প্রতিপক্ষ মানছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজকে মোটেও সহজ ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'একজন খেলোয়াড় হিসেবে এই সিরিজ আমার কাছে যথেষ্টই টাফ মনে হচ্ছে। এ কে তো আফগানিস্তান দলটি খুবই ভারসাম্যপূর্ণ। দ্বিতীয়ত অনেকদিন পর আমরা খেলতে নামছি। তাই এই সিরিজকে মোটেও সহজ ভাবা ঠিক হবে না।’

অবশ্য প্রথম ম্যাচের ফল ভালো হলেই সব কিছু সুন্দরভাবে এগিয়ে যাবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, 'সিরিজের প্রথম ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ফল ভালো হলেই আশা করছি সব কিছু ভালো হবে, সব কিছু সুন্দরভাবে এগিয়ে যাবে। তাই আপাতত আমাদের সব ভাবনাজুড়েই শুধু প্রথম ম্যাচটিতে জয় পাওয়া।’

প্রতিপক্ষ আফগানিস্তানের বোলিং আক্রমণই মাশরাফির জন্য কিছুটা চিন্তার। তাঁর ভাষ্য, 'এটা মানতেই হবে আফগানিস্তানের বোলিং আক্রমণ যথেষ্টই শক্তিশালী। দলটিতে কয়েকজন ভালোমানের বোলার রয়েছেন যারা আমাদের ব্যাটসম্যানদের কিছুটা হলেও ভোগাতে পারেন। তাই এঁদের সতর্ক মোকাবিলা করতে হবে আমাদের।'

আগামীকাল রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.