Sylhet Today 24 PRINT

সাব্বির রহমানকে জরিমানা

স্পোর্টস ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

রোববার (২৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাব্বির রহমানকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

এদিন বাংলাদেশের ব্যাটিং চলাকালে পানি পানের বিরতিতে আম্পায়ার শরফুদৌলার দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি জানান সাব্বির। আইসিসি’র এক বিবৃতিতে বলা হয়, তিনি আম্পায়ারের উদ্দেশে অসঙ্গত মন্তব্যও করেন।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অবশ্য সাব্বির তার দোষ স্বীকার করে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক ভাবে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এ ধরনের অপরাধে সর্বোচ্চ অপরাধ ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া এবং সর্বনিম্ন শাস্তি তিরস্কার করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.