Sylhet Today 24 PRINT

শঙ্কার অবসান, ইংল্যান্ড ঢাকায়

স্পোর্টস ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৬

নিরাপত্তাজনিত সব ধরনের শঙ্কাকে পেছনে ফেলে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড দল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে দলটি।

বাংলাদেশ সফরে দলটি ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলবে। তবে এবার সফরে শুরুতে এসেছে ইংলিশদের ওয়ানডে দল। ওয়ানডে সিরিজের পর আসবে টেস্ট দল।

নিয়মিত অধিনায়ক ওয়েন মর্গ্যানের অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর অনিশ্চিত হয়েছিল এই সফর। পরে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে দেশে ফিরে ইতিবাচক প্রতিবেদন দিলে সফরে আসার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।

ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হয়েছিল সফরে আসার ব্যাপারে নিজ থেকে সিদ্ধান্ত নেওয়ার। দল এলেও নিরাপত্তা শঙ্কায় তাই আসেননি ওয়ানডে অধিনায়ক মর্গ্যান ও ওপেনার অ্যালেক্স হেলস।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। এর আগে আগামী মঙ্গলবার ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।

এর আগে নিরাপত্তাজনিত কারণে ঢাকায় আসে নি অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.