Sylhet Today 24 PRINT

ভলিবল খেলতে ভারত গেলো ১৫ সদস্যের বিজিবি দল

মোস্তা‌ফিজুর রহমান, বেনাপোল: |  ০২ অক্টোবর, ২০১৬

শনিবার বিকেলে বিজিবি’র ১৫ সদস্যেদর একটি ভলিবল দল ‘ফ্রেন্ডশিপ ম্যাচ’ খেলতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছেন।

নয়াদিল্লীর বিএসএফ হেড কোয়াটার স্টেডিয়ামে এই ভলিবল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ১৫ সদস্যের ভলিবল দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি’র মেজর আফজাল হোসেন তালুকদার  এবং এই দলের কোচের দায়িত্ব পালন করবেন নায়েব সুবেদার ওবাইদুল ইসলাম।

প্রতিনিধি দলটি নোম্যান্সল্যান্ড গেলে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার রনবীর সিং তাদেরকে গ্রহণ করেন। এ সময় তিনি বলেন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি জোরদার করতে এই ‘ফ্রেন্ডশিপ ম্যাচ’ (ভলিবল) খেলার আয়োজন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান,ভারতের নয়াদিল্লিস্থ বিএসএফ হেড কোয়াটার স্টেডিয়ামে বিজিবি ও বিএসএফ সদস্যের মধ্যে প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে বিজিবি’র ১৫ সদস্যের দলটি আগামী ৫ অক্টোবর বুধবার  বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.