Sylhet Today 24 PRINT

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড ক্যাপেল

স্পোর্টস ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে সাবেক ইংলিশ অলরাউন্ডার ডেভিড ক্যাপেলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন তিনি।

এ বছর নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপ দিয়ে শুরু হবে ডেভিড ক্যাপেলের অ্যাসাইনমেন্ট। ইতোমধ্যে এশিয়া কাপের জন্য মিরপুরে জাহানারা আলমদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। শিগগিরই দলের সাথে অনুশীলনে যোগ দেবেন ক্যাপেল।

৫৩ বছর বয়সী ক্যাপেল এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে সফল হয়েছেন। তার সময়ে টানা সিরিজ জয়ের রেকর্ড গড়ে ইংলিশ নারী ক্রিকেটাররা।

ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট ও ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ক্যাপেল। করতেন পেস বোলিং, আর ব্যাট করতেন মিডলঅর্ডারে।

গত ১ জুন বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ করে দেশে (শ্রীলঙ্কা) ফিরে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ চ্যাম্পিকা গামাগে। এরপর গত দক্ষিণ আফ্রিকা সফরে নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন বিসিবির অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.