Sylhet Today 24 PRINT

পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন বিশু, জমে উঠল দুবাই টেস্ট

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০১৬

দুবাই টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ধ্বসিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। মাত্র ১৩ ওভার ৫ বল করে ৪৯ রান দিয়ে একাই তুলে নিয়েছেন ৮ উইকেট। রোববার রাতে তার অতিমানবীয় বোলিংয়ে ধ্বসে গিয়ে পাকিস্তানিরা গুটিয়ে যায় মাত্র ১২৩ রানেই। এই টেস্ট জিততে হলে তাই ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ৩৪৬ রান।

নিকট অতীতে কোন ক্যারিবিয়ান বোলারের এত দুর্দান্ত বোলিং করার নজির নেই। ১৯৯০ সালের কিংবদন্তি পেসার কার্টলি অ্যাম্ব্রোসের ৪৫ রানে ৮ উইকেটের পর এটাই সেরা ফিগার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোন লেগ স্পিনারের পঞ্চম সেরা বোলিং ফিগারের রেকর্ডও গড়লেন বিশু। তার গুগলি, ফ্লিপারে ভড়কে গিয়ে মাত্র এক সেশনেই গুটিয়ে যায় পাকিস্তানিরা। খেলার পুরো সমীকরন নাটকীয়ভাবে পাল্টে রানের নিচে চাপা পড়ে নিশ্চিত হারতে যাওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে এক অসম্ভব সম্ভবের দিকে এগিয়ে নিলেন বিশু।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৭৯ রানের পাহাড়ের জবাবে প্রথম ইনিংসে ৩৫৭ রানে অলআউট হয়ে ২২২ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নেমে মাত্র ৩১ ওভারের মধ্যে ১২৩ রানে গুটিয়ে যায়। বিশু ছাড়া অপর দুই উইকেট পেয়েছেন গ্যাবরিয়েল ও হোল্ডার।

৩৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ রানে মোহাম্মদ আমিরের বলে কার্লোস ব্রেথওয়াইট ফিরে গেলেও ড্যারেন ব্রাভোর সাথে চমৎকার জুটি গড়ে তুলেন আরেক ওপেনার লিওন জনসন। পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে তিনি একই বোলারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হবার আগে করেন ৪৭ রান।

ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে শেষ দিনে করতে হবে আরো ২৫৪ রান। হাতে ৮ উইকেট রেখে ২৬ রান নিয়ে ব্যাট করছেন ড্যারেন ব্রাভো, সঙ্গি স্যামুয়েলসের রান ৪।  





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.