Sylhet Today 24 PRINT

আব্দুর রাজ্জাকের দেয়া ‘মন্ত্র’ কাজে লাগিয়ে স্বপ্নের অভিষেক মিরাজের

ক্রীড়া প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০১৬

ছবি: ইএসপিএন ক্রিকইনফো

বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বেশি যোগান আসে যে বিভাগ থেকে সেই খুলনা বিভাগের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজও।  টেস্ট অভিষেকের আগে তাই জাতীয় লীগে খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাকের কাছ থেকে পাওয়া প্রেরণা কাজে লাগিয়েই দারুণ পারফর্ম করেছেন অভিষিক্ত মিরাজ। প্রথম দিন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানালেন তেমনটিই।

৩৩ ওভার বল করে ৬৮ রান দিয়ে ইংল্যান্ডের ৫ উইকেট তোলে নেয়া মিরাজ বলেন, "৫/৬ উইকেট পেয়ে যাব এটা কখনোই ভাবিনি। কাজেই এটা স্বপ্নিল অভিষেক।"

বাংলাদেশ দলের এক সময়ের নিয়মিত সদস্য আব্দুর রাজ্জাকই নাকি মিরাজকে ভালো খেলার মন্ত্র আউড়ে দিয়েছিলেন। এ ব্যাপারে তিনি বলেন,  "এই ম্যাচের আগে রাজ ভাই (রাজ্জাক) বলেন তুই খালি জায়গামত বল করবি, জায়গামত বল করলে তোর বল এরা কেউ খেলতে পারবে না।"

টেস্ট অভিষেকে বাংলাদেশের পক্ষে আগেও আরও ৬ জন ৫ উইকেট পেয়েছেন তবে সবচেয়ে কম বয়সে বাংলাদেশের পক্ষে অভিষেকে ৫ উইকেটের রেকর্ড এখন মিরাজেরই।

চট্টগ্রাম টেস্টের এখনো অনেকটা বাকি। তবে প্রথম দিনের পারফর্ম্যান্স দিয়ে সব আলো নিজের দিকে নেয়া মিরাজের দিকে আরও বড় কিছুর প্রত্যাশায় সমর্থকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.