Sylhet Today 24 PRINT

সর্বোচ্চ ৪০০ ওয়ানডে হারের লজ্জায় ভারত

স্পোর্টস ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৬

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি ভারতের। আর সর্বশেষ ৯০১তম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০০তম পরাজয়ের লজ্জায় ডুবলো মহেন্দ্র সিং ধোনির দল।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) কেন উইলিয়ামসনের দারুণ শতকের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে গড়ানো ম্যাচে ভারতের বিরুদ্ধে ৬ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। চলমান ওয়ানডে সিরিজ তাই এখন ১-১ সমতায়।

৯০১টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৫৫টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। জয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকলেও হারের দিক দিয়ে শীর্ষে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ হার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। পাকিস্তান হেরেছে ৩৮৩ ম্যাচ। ৮৬৫টি ওয়ানডে খেলে তারা জিতেছে ৪৫৬টিতে। জয়ের দিক দিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

৮৮৮টি ওয়ানডে খেলে অস্ট্রেলিয়া জিতেছে সর্বোচ্চ ৫৪৭টি আর হেরেছে ৩০০টি ম্যাচ। ৬৭৭টি ওয়ানডে খেলা ইংল্যান্ড জিতেছে ৩২৮টি ম্যাচ আর হেরেছে ৩১৮টি ম্যাচ।

৭০৫ ওয়ানডেতে ৩১২টি জয় পাওয়া নিউজিল্যান্ড হেরেছে ৩৪৯টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার জয় ৫৬৪টি ম্যাচে আর হেরেছে ১৯৪টি ম্যাচ। শ্রীলঙ্কা ওয়ানডে খেলেছে ৭৭৭টি। তাদের জয় ৩৬৫টি আর হেরেছে ৩৭৩টি ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজ ৭৪৩ ওয়ানডে ম্যাচ খেলে জয় পেয়েছে ৩৭৬টি আর হেরেছে ৩৩৫ ম্যাচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.