Sylhet Today 24 PRINT

প্রতিপক্ষের ২০ উইকেট নিয়ে প্রথমবারের মত হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশ যখনই প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছিল তখন ম্যাচ হারে নি টাইগাররা। কিন্তু এবারই প্রথম হারের তিক্ত স্বাদ পেল টাইগাররা।

এর আগে বাংলাদেশের খেলা ৯৩টি টেস্টের ১৪৪ ইনিংসে বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এর মধ্যে মাত্র ৬১ বার প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছে বাংলাদেশ। আর মাত্র ৮টি টেস্টে প্রতিপক্ষকে দুবার অলআউট করতে পেরেছে বাংলাদেশ।

দুইবার অলআউট করা প্রতিপক্ষের ছয়টি জিম্বাবুয়ে আর দুটি ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দলগুলোর মধ্যে দুবার অলআউট হওয়া প্রথম দল ইংল্যান্ডই।

যে কয়বার প্রতিপক্ষকে দুই বার অলআউট করেছে, কোনটিতেই হারেনি বাংলাদেশ। এর মধ্যে সাতটি জয় আর একটিতে ড্র।

এদিকে, চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের গ্রেনাডা টেস্টে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডকে দুইবার অলআউট করে বাংলাদেশ। ২৯৩ ও ২৪০ রানে অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৪৮ রান। এর ফলে দুই ইনিংস মিলিয়ে ইংলিশরা এগিয়ে থাকে ২৮৫ রানে; লক্ষ্য দাঁড়ায় ২৮৬ রান, কিন্তু লক্ষ্য থেকে ২২ রান দূরে থাকতেই অলআউট হয় মুশফিকরা।

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৩ (কুক ৪, ডাকেট ১৪, রুট ৪০, ব্যালান্স ১, মইন ৬৮, স্টোকস ১৮, বেয়ারস্টো ৫২, ওকস ৩৬, রশিদ ২৬, ব্রড ১৩, ব্যাটি ১*; শফিউল ০/৩৩, মিরাজ ৬/৮০, কামরুল ০/৪১, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৭, মুমিনুল ০/০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৮ (তামিম ৭৮, ইমরুল ২১, মুমিনুল ০, মাহমুদউল্লাহ ৮৫, মুশফিক ৪৮, সাকিব ৩১, শফিউল ২, সাব্বির ১৯, মিরাজ ১, তাইজুল ৩*, কামরুল ০; ব্রড ০/১২, ব্যাটি ১/৫১, ওকস ০/১৫, রশিদ ২/৫৮, মইন ৩/৭৫, স্টোকস ৪/২৬, রুট ০/৫)।

ইংল্যান্ড ২য় ইনিংস: ২৪০ (কুক ১২, ডাকেট ১৫, রুট ১, ব্যালান্স ৯, মইন ১৪, স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*, রশিদ ৯, ব্রড ১০, ব্যাটি ৩; মিরাজ ১/৫৮, সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, কামরুল ১/২৪, মাহমুদউল্লাহ ০/৬, শফিউল ১/১০)

বাংলাদেশ ২য় ইনিংস : (লক্ষ্য ২৮৬) ৮১.৩ ওভারে ২৬৩/১০ (তামিম ৯, ইমরুল ৪৩, মুমিনুল ২৭, মাহমুদউল্লাহ ১৭, সাকিব ২৪, মুশফিক ৩৯, সাব্বির ৬৪*, মিরাজ ১, রাব্বি ০, তাইজুল ১৬, শফিউল ০ ; ব্যাটি ৩/৬৫, মইন ২/৬০, ওকস ০/১০, রশিদ ১/৫৫, ব্রড ২/৩১, স্টোকস ২/২০)।

ম্যান অব দ্যা ম্যাচ : বেন স্টোকস (ইংল্যান্ড)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.