Sylhet Today 24 PRINT

তামিম-মমিনুলের ব্যাটে বাংলাদেশের দুরন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৬

টস জিতে শুরুটা ভালো না হলেও প্রাথমিক আঘাত সামলে সংহত অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ইমরুল কায়েস আউট হয়ে গেলে এরপর দুর্দান্ত এক শতরানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল ও মমিনুল হক।

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ সংগ্রহ করেছে ১১৮ রান ১ উইকেট হারিয়ে। প্রথম সেশন শেষে ১০০ বলে ৬৮ রানে অপরাজিত আছেন তামিম। মুমিনুল অপরাজিত আছেন ৬৫ বলে ৪৪ রান করে।

চট্টগ্রাম টেস্টে একের পর এক বাজে সিদ্ধান্ত দেওয়া কুমার ধর্মসেনা আজও ভুল করেছেন। তামিমকে আউট দিলে তিনি রিভিউ নেন, এতে তামিম জয়ী হন। এর আগে একটি রিভিউ নিয়েছিল ইংল্যান্ড, ওখানে অবশ্য ধর্মসেনার সিদ্ধান্তই ঠিক বলে প্রমাণ হয়েছিল। এর আগে চট্টগ্রামে ধর্মসেনার দেওয়া ১৬টি সিদ্ধান্তে রিভিউ নিয়েছে দুই দল।

ইংল্যান্ডই প্রথম রিভিউ নিয়েছিল ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে মঈন আলীর বলটি ব্যাট দিয়ে খেলার চেষ্টাই করলেন না তামিম। ইংলিশ ফিল্ডারদের সমস্বরে চিৎকারে কান দিলেন না ধর্মসেনা। রিভিউ নিলেও সঠিক প্রমাণিত হলেন আম্পায়ার ধর্মসেনা। ধর্মসেনা আবারও প্রশ্নবিদ্ধ হলেন ২৬তম ওভারে। স্টোকসের বলে তামিমকে কট বিহাইন্ড দিলেন শ্রীলঙ্কান আম্পায়ার। এবার বাংলাদেশের রিভিউর পালা। ধর্মসেনাকে ভুল প্রমাণ করে টিকে রইলেন তামিম।

বাংলাদেশ দলের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই উচ্চাভিলাষী এক শট খেলতে গিয়ে আউট হয়েছেন ইমরুল কায়েস। ক্রিস ওকসের বলে কাট করতে গিয়ে ডাকেটের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমরুল। দলের রান তখন মাত্র ১। মেঘলা আকাশে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন ইংলিশ পেসাররা। এরপর কেবল তামিম-মমিনুলের গল্প আর বাংলাদেশের মুখে হাসি ফোটার ধারাবাহিকতা।

এর আগে একাদশে একটা পরিবর্তন এনে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন অফ স্পিনার শুভাগত হোম চৌধুরী। প্রথম টেস্টের দলে থাকা পেসার শফিউল ইসলাম স্কোয়াডেই ছিলেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন অফ স্পিনার শুভাগত। তাঁকে নিয়ে দ্বিতীয় টেস্টের দলে বিশেষজ্ঞ স্পিনার চারজন। দলে পেসার শুধু একজন, কামরুল ইসলাম।

ইংল্যান্ড এই ম্যাচে তিন স্পিনার খেলাচ্ছে। ২৪ বছরের বাঁ হাতি স্পিনার জাফর আনসারির অভিষেক হচ্ছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদ উল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, মঈন আলি, জনি বেয়ারস্টো, জাফর আনসারি, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টিভেন ফিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.