Sylhet Today 24 PRINT

৪৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস

ক্রীড়া প্রতিবেদক |  ২৮ অক্টোবর, ২০১৬

১ উইকেটে ১৭১ থেকে মাত্র ২২০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। বিশাল স্কোরের সম্ভাবনা জাগিয়েও হঠাৎ এলোমেলো হয়ে দিক হারিয়ে ঘটল অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস।

মুমিনুলকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যখন ১৭০ রানের জুটি গড়ে সেঞ্চুরি করে তামিম আউট হন তখন দলের রান ১৭১। এই রানকে ১৯০ পর্যন্ত টেনে নিয়ে মাহমুদুল্লাহকে রেখে ৬৬ রান করে ফিরে যান মুমিনুলও। তখনও ম্যাচে বাংলাদেশেরই দাপট। এরপর ২০০ পার হবার আগেই মাহমুদুল্লাহ রিয়াদ স্টোকসের বলে উইকেট ছুঁড়ে দিলে কিছুটা চাপে পড়ে টাইগারদের ইনিংস। সে চাপ বেড়ে যায় স্টোকসের এক বাউন্সারে।
মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। যদিও পরে উঠে দাঁড়ান তিনি কিন্তু দাড়াতে পারেনি আর কোন জুটি।

স্টোকসের করা রিভার্স স্যুয়িংময় ওই স্পেলে হঠাৎ আতংকগ্রস্থ হয়ে পড়েন ব্যাটসম্যানরা। মইন আলীকে এগিয়ে এসে মারতে গিয়ে মুশফিক আউট হবার পর রিভার্স স্যুয়িংয়ে বোকা বনে আউট হন সাব্বির। চা বিরতির আগেই নেই ৬ উইকেট।

চা বিরতি থেকে ফিরে সাকিব, শুভাগত, মিরাজরা ঠেকাতে পারেননি ব্যাটিং ধ্বস। ২২০ রান তুলতেই অলআউট বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে নায়ক মইন আলী। অলিখিত নায়ক হয়ত আতংক!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.