Sylhet Today 24 PRINT

ব্রাজিল-আর্জেন্টিনাকে ফিফার জরিমানা

স্পোর্টস ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৬

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১১ নভেম্বর (শুক্রবার) মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এ ম্যাচের আগে জরিমানা গুণতে হচ্ছে দুই দলকেই। ম্যাচ চলার সময় গ্যালারিতে সমর্থকদের বিভিন্ন বিদ্বেষমূলক আচরণের দায়ে এ দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জরিমানা করেছে ফিফা।

ম্যাচ চলাকালে সমর্থকদের সমকামী বিদ্বেষী স্লোগানের কারনে এ দুই দেশ ছাড়াও আরও জরিমানা গুণতে হচ্ছে চিলি, আলবেনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ইউক্রেন, প্যারাগুয়ে ও ইরানকেও।

আলবেনিয়া ও ক্রোয়েশিয়াকে ৪০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে। আর কসোভো, ব্রাজিল, প্যারাগুয়ে, এস্তোনিয়া, ইউক্রেন, চিলি ও আর্জেন্টিনাকে গুণতে হবে ২৫ হাজার পাউন্ড করে জরিমানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.