Sylhet Today 24 PRINT

বিপিএলে রাজশাহীর কাছে ঢাকার হার

স্পোর্টস ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস।

প্রথমে ব্যাটিং করে মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটে ১৩৮ রান তুলেছিল ঢাকা। জবাবে ১১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে রাজশাহী।

১৩৯ রানের জয়ের লক্ষ্যে ২৭ রানেই দুই উইকেট হারায় রাজশাহী। তবে উমর আকমল (২৭), সাব্বির রহমান (৩১) ও সামিত প্যাটেলের ৪৪ রানে ভর করে জয় পায় ড্যারেন স্যামির দল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় ঢাকা ডায়নামাইটস। উইকেটে এসে অন্যপ্রান্তে দাঁড়িয়ে যান মোসাদ্দেক হোসেন সৈকত।

রবি বোপারাকে নিয়ে প্রথমে দলের সম্মান বাঁচান এরপর পাল্টা আক্রমণ চালিয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি। ঢাকার টপ অর্ডার আজ পুরোপুরি ব্যর্থ হয়।

আজ মাত্র ২ রান করেন সাঙ্গাকারা। জয়াবর্ধনে ফিরে যান ১১ রান করে। ভালো খেলতে থাক মেহেদী মারুফ আউট হন ২৫ রান করে আর কোনো রানই করতে পারেননি সাকিব।

এরপর রবি বোপারাকে নিয়ে (২০) দারুণ এক জুটি বাঁধেন সৈকত। বোপারা আউট হলেও থামেননি সৈকত।

শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে ৪৬ বলে করেন ৫৯ রান। ব্রাভো অপরাজিত ছিলেন ১৩ রানে। রাজশাহীর মিরাজ ও সামিত প্যাটেল নেন দুটি করে উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.