Sylhet Today 24 PRINT

ফতুল্লায় মুখোমুখি বিসিবি একাদশ-পাকিস্তান

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৫

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বিসিবি একাদশ, নেতৃত্ব দেবেন নাসির হোসেন। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টায়।

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখানো বাংলাদেশ দলের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ও অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটেই দলে রয়েছেন অফ স্পিনার সাঈদ আজমল যিনি বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন। পরে অবশ্য ছাড়পত্রও পেয়েছেন। যদিও বিতর্কিত বোলিং অ্যাকশনের ক্লিয়ারেন্স স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ তবে তিনি খেলছেন কেবল ব্যাটসম্যান হিসেবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন আজহার আলী। প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার মিরপুর বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে সফরকারীরা।

ঘরের মাঠে পাকিস্তান সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিরির ঘোষিত দুই ওয়ানডে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। পাকিস্তান সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদেস্যর দল ঘোষণা করেছে নির্বাচকরা।

বিসিবি একাদশে অধিনায়কত্ব করবেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। এছাড়া বিশ্বকাপে ব্যর্থ হওয়া ইমরুল কায়েসও রয়েছেন দলে। প্রস্তুতি ম্যাচে জায়গা পেয়েছেন স্পিনার সোহাগ গাজী, রয়েছেন পেসার আল আমিন হোসেনও।

বিসিবি একাদশ: ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল আমিন হোসেন, নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, জুবায়ের হোসেন লিখন, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু, মুক্তার আলি ও মো:শহিদ।

পাকিস্তান ওয়ানডে দল: আজহার আলী (অধিনায়ক), সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেইল, সোয়েব মাকসুদ, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, ইহসান আলী ও সোহেইল খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.