Sylhet Today 24 PRINT

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারালো বিসিবি একাদশ

ম্যান অব দ্যা ম্যাচ সাব্বির করেন ৯৯ বলে ১২৩

নিজস্ব প্রতিবেদক |  ১৫ এপ্রিল, ২০১৫

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রস্তুতি ম্যাচে ছড়ালো মূল ম্যাচের আমেজ। কখনো এদিকে, কখনও ওদিকে বারবার রূপ বদল করা ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে বিসিবি একাদশ। এই জয়ের ফলে সিরিজ শুরুর আগেই বাড়তি প্রেরণা পেল বাংলাদেশ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন ওপেনার মোহাম্মদ হাফিজ।

এছাড়া ফাওয়াদ আলমের ব্যাট থেকে আসে ৬৭ রান। বিসিবি একাদশের পক্ষে শুভাগত হোম ৩ উইকেট লাভ করেন।

২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান দুই ওপেনার তামিম ও রনি। লিটন দাস ২২ রান ও মুমিনুল ২৩ রান করে আউট হলে চরম বিপদে পড়া দলকে উদ্ধার করেন সাব্বির রহমান ও ইমরুল কায়েস। তাদের শতাধিক রানের জুটিতেই মূলত জয় পায় টাইগাররা।

সাব্বির ৯৯ বলে ১২৩ ও ইমরুল ৩৬ রান করে আউট হয়ে গেলে আবার শঙ্কায় পড়ে বিসিবির ইনিংস। তবে শেষের দিকে সোহাগ গাজির ৩৬ ও শহীদের ১২ রানের ক্যামিও ইনিংসে শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল বিসিবি একাদশ।

দারুণ ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.