Sylhet Today 24 PRINT

ছয়-এ এসে প্রথম জয় মাশরাফির কুমিল্লার

স্পোর্টস ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) টানা পাঁচ ম্যাচ হারার পর ছয়-এ এসে প্রথম জয়ের মুখ দেখল মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টরিয়ান্স।

শনিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৩২ রানে হারায় কুমিল্লা। এম্যাচের মাধ্যমে বিপিএলে প্রথম জয়ের মুখ দেখলেও টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল ড্যারেন স্যামির রাজশাহী। পাঁচ ম্যাচে তাদের জয় একটি।

কুমিল্লার দেয়া ১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। একমাত্র মুমিনুল ছাড়া কেউ হাল ধরতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ১২০ রানে থামে কিংসের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে এদিনও বাজে শুরু হয় কুমিল্লার।

ইমরুলের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন নাজমুল। তবে লম্বা সময় ক্রিজে থাকলেও রানের গতি বাড়াতে পারেননি তরুণ এই ব্যাটসম্যান। ড্যারেন স্যামির বলে পুল করতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন তিনি। চারটি চারে ৪১ রান করতে ৪০ বল খেলেন নাজমুল।

চার নম্বরে নামা ইমরুল খেলছিলেন দারুণ। রান আউটে শেষ হয় তার ২৫ বল স্থায়ী ৩৪ রানের ইনিংস। মাশরাফির ওপরে উঠে আসা সফল হয়নি। ফিরেন ১০ বলে ১০ রান করে।

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪.৫ ওভার ৪১ রানের জুটি গড়েন রায়ন টেন ডেসকাটে ও সোহেল তানভির।

জবাবে সোহেল তানভির ও মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিংয়ে ১৯ ওভারে ১২০ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। এবারের আসরে এই প্রথম দেড়শ রানের কোটা পেরোনোর পর এ ম্যাচেই প্রথম কোনো দলকে অলআউট করতে পারল কুমিল্লা।

শুরু থেকেই এক প্রান্ত ধরে রাখেন মুমিনুল হক, আউট হওয়ার আগে তিনি করেন ৪৩ বলে ৫৩ রান। পরপর দুই বলে জুনায়েদ সিদ্দিক ও সাব্বির রহমানকে ফিরিয়ে তাদের সবচেয়ে বড় ধাক্কা খায় রাজশাহী।

পাঁচটি ওয়াইড করা এক ওভারে ১৯ রান দেওয়া ডেসকাটে ফিরিয়ে দেন মমিনুলকে। পরের ওভারের প্রথম বলে স্যামি রান আউট হলে ম্যাচ পুরোপুরি কুমিল্লার দিকে হেলে পড়ে।

স্যামির বিদায়ের পর বেশিদূর এগোয়নি রাজশাহীর ইনিংস। তানভির-সাইফুদ্দিনের দাপটে রাজশাহীর শেষ ৯ ব্যাটসম্যানের মাত্র একজন দুই অঙ্ক পর্যন্ত যেতে পারেন। ১২ রান করা সামিত প্যাটেলকে বোল্ড করেন মাশরাফি।

১৮ রানে চার উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার তানভির। সাইফুদ্দিন ৩ উইকেট নেন ২৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫২/৫ (নাজমুল ৪১, লতিফ ৬, শেহজাদ ১১, ইমরুল ৩৪, মাশরাফি ১০, টেন ডেসকাটে ২১*, তানভির ১৫*; মিরাজ ১/২৯, সামি ০/২৬, রেজা ১/২৬, হাসান ০/৩২, স্যামি ২/৩৪)

রাজশাহী কিংস: ১৯ ওভারে ১২০ (মুমিনুল ৫৩, জুনায়েদ ১০, সাব্বির ০, আকমল ৩, নুরুল ৮, প্যাটেল ১২, স্যামি ০, মিরাজ ৫, রেজা ১, হাসান ৬*, সামি ৭; নাজমুল ০/১৩, মাশরাফি ১/১৫, তানভির ৪/১৮, সাইফুদ্দিন ৩/২৭, শরীফ ০/২৪, টেন ডেসকাটে ১/১৯)

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩২ রানে জয়ী

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.