Sylhet Today 24 PRINT

গুল-আজমল ছাড়াই বিশ্বকাপে পাকিস্তান , চমক সোহেল খান

নিউজ ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৫

অভিজ্ঞ উমর গুল ও সাঈদ আজমলে ছাড়াই খর্ব শক্তির বোলিং লাইন নিয়ে বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান । অ্যাকশন অবৈধ হওয়ার কারণে এমনিতেই আইসিসি কর্তৃক নিষিদ্ধ। তার ওপর নিজে থেকেই ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ খেলতে পারবেন না। এ কারণে বিশ্বের অন্যতম সেরা স্পিনার সাঈদ আজমলকে বাদ দিয়েই ১৫ সদস্যের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। ইনজুরির কারণে বাদ দেয়া হয়েছে আরেক অভিজ্ঞ পেসার উমর গুলকেও।


অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ইউনিস খান, মিসবাহ-উল হক, শহিদ আফ্রিদি, উমর আকমল, মোহাম্মদ হাফিজ এবং ওয়াহাব রিয়াজ। বাকিরা সবাই অনভিজ্ঞ। দলে চমক হয়েই এসেছেন ৩০ বছর বয়সী ফাস্ট বোলার সোহেল খান


পাকিস্তান দল:

আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হ্যারিস সোহেল, মিসবাহ-উল হক, উমর আকমল, শোয়াইব মাকসুদ, শহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, এহসান আদিল, সোহেল খান এবং ওয়াহাব রিয়াজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.