Sylhet Today 24 PRINT

মেয়েকে নিয়ে ট্রফি নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

বিপিএল চতুর্থ আসরের চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে বিপিএলের শিরোপা মুকুট পড়ে নিয়েছে ঢাকা। জমজমাট ফাইনাল শেষে মাঠে সাজানো হলো পুরস্কার বিতরণী মঞ্চ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

বিজয়ী দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে তিনি ডাকলেন কথা বলার জন্য। এ সময় ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান সবাইকে বিস্মিত করে পুরস্কার বিতরণী মঞ্চে এগিয়ে গেলেন এক বছর বয়সী মেয়ে আলাইনা হাসান অউব্রিকে কোলে নিয়ে।

শামীম আশরাফ চৌধুরীর মাইকের সামনে দাঁড়ানোর আগে মেয়েকে চুমু খেলেন তিনি। এরপর দাঁড়ালেন কথা বলার জন্য। সঞ্চালক শামীম আশরাফ চৌধুরী কন্যাকে নিয়ে আসা সম্পর্কে কথা বলেন। এ সময় সাকিব বলেন, ‘সে’-ই তো আমাদের জীবন। আমি এবং আমার স্ত্রীর (শিশির) জীবনটাই এখন পুরোপুরি তাকে ঘিরে।’

এ সময় শামীম আশরাফ চৌধুরী সাকিব কন্যার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। অউব্রি তখন অন্য দিকে তাকিয়ে। সাকিব তাকে মাইকের দিকে ফিরিয়ে আনেন। ছোট্ট আলাইনার চোখে-মুখে তখন বিস্ময়। একবার বাবার দিকে তাকাচ্ছে তো, আরেকবার সঞ্চালকের দিকে, আরেকবার মাইকের দিকে। সাকিবও কন্যাকে চেষ্টা করালেন মাইকের সামনে হাই বলার জন্য। আলাইনা তখন শুধু বাবার দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে।

এরপর সাকিব কথা বললেন ম্যাচ নিয়ে। চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। এরপর এলো পুরস্কার দেয়ার পালা। সাকিবকে ঢাকা হলো প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন ট্রফি নেয়ার জন্য। তখনও সাকিব এলেন কন্যা অউব্রিকে কোলে নিয়ে। প্রাইজমানি এবং ট্রফি নিলেন কন্যাকে কোলে নিয়েই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.