Sylhet Today 24 PRINT

নতুন হেয়ার স্টাইল নিয়ে ফিরছেন ‘কাটার-মাস্টার’ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক  |  ১০ ডিসেম্বর, ২০১৬

গত জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর ঢাকায় ফিরে দীর্ঘদিন ধরে পুনর্বাসনে ছিলেন এই বাঁ-হাতি পেসার। খেলতে পারেননি ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।

তবে সুসংবাদ হলো, চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন মোস্তাফিজ। ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে। এখন অস্ট্রেলিয়ায় আছেন কন্ডিশনিং ক্যাম্পের জন্য। আসন্ন সিরিজের আগে নতুন হেয়ারস্টাইল করেছেন মোস্তাফিজ। শনিবার (১০ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে নতুন এই হেয়ারস্টাইলের ছবি প্রকাশ করেছেন বাংলাদেশের কাটার-মাস্টার। নিউজিল্যান্ড সফরে ম্যাচ খেলার সুযোগ পেলে দর্শকরা মাঠে মোস্তাফিজকে দেখতে পাবে এই নতুন হেয়ারস্টাইলে।

আগামী ২৬ ডিসেম্বর থেকে এই সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। এরপর বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.