Sylhet Today 24 PRINT

আসল মেসির কোলে সেই ‘প্লাস্টিক মেসি’

স্পোর্টস ডেস্ক  |  ১৩ ডিসেম্বর, ২০১৬

অবশেষে মেসির সঙ্গে দেখা করার স্বপ্ন পূরণ হলো 'প্লাস্টিক মেসি' নামে পরিচিতি পাওয়া মুর্তাজা আহমাদির। শুধু দেখা করাই নয়, তাকে একেবারে কোলে তুলে নিলেন লিওনেল মেসি।

প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা ফুটবল ক্লাব বর্তমানে আছে কাতারের দোহায়। সেখানেই আহমাদি কাছে পেয়েছে বার্সেলোনার ভারপ্রাপ্ত অধিনায়ককে।

গত জানুয়ারিতে আর্জেন্টিনার জার্সির আদলে প্লাস্টিকের ব্যাগ কেটে বানানো মেসির জার্সি পরা আহমাদির ছবি ছড়িয়ে গিয়েছিল গোটা বিশ্বে। আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা শিশু আহমাদি জীবন বাঁচাতে মা-বাবার সঙ্গে পালিয়ে গিয়েছিল পাকিস্তানে। প্রিয় খেলোয়াড়ের জার্সি কেনার সামর্থ্য নেই, তাই পলিথিনের ব্যাগ দিয়ে সে তৈরি করে নিয়েছিল মেসির জার্সি। ছবিটি আবেগাপ্লুত করেছে গোটা বিশ্বকে।

মেসিকেও দারুণভাবে নাড়া দিয়েছিলো আহমাদির সেই ছবি। মেসি তাকে ডেকে নিতে চেয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় তখন তা সম্ভব হয়নি। পরে ইউনিসেফ আফগানিস্তানের মাধ্যমে মেসি দুটি জার্সি ও কিছু ফুটবল উপহার পাঠান আহমাদিকে।

এবার মেসিদের বার্সেলোনা দোহায় এসেছে প্রীতি সফরে। এই সুযোগে আহমাদিকেও সেখানে ডেকে নিয়েছেন মেসি। শুধু তা-ই নয়, আজ (মঙ্গলবার) আল আহলির বিপক্ষে যখন মাঠে নামবে বার্সেলোনা; আহমাদিও মাঠে নামবে মেসির সঙ্গে।

সূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.