Sylhet Today 24 PRINT

দলীয় রান ১৬৯, একজন ১৬০, বাকি সবাই শূন্য!

স্পোর্টস ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৬

দলীয় স্কোর ১৬৯। এর মধ্যে দলের একজন ক্রিকেটার খেলেছেন অপরাজিত ১৬০ রানের ইনিংস। ব্যাটিং ওপেন করতে নেমে থাকলেন অপরাজিত। আর দলের বাকিরা করতে পারেননি ১টি রানও! সবাই আউট হয়েছেন ০ রানে! চমকে যাওয়ার মতো এক স্কোরকার্ড বটে!

গত সোমবার দক্ষিণ আফ্রিকার নারীদের টি-টুয়েন্টি ক্রিকেট আসরে ঘটেছে এমন বিরল ঘটনা।

প্রিটোরিয়ায় অনূধ্ব-১৯ আসরে ইস্টার্নের বিপক্ষে এমপুমালাঙার ম্যাচ চলছিলো। এমপুমালাঙার ওপেনার সানিয়া-লি সোয়ার্ট একপ্রান্ত ধরে রেখে দারুণ খেলে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও সানিয়া ছিলেন অবিচল। ৮৬ বল খেলে ১৮টি চার ও ১২টি ছক্কায় ১৬০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সানিয়া। দলের বাকি সবাই কোনো রান না করলেও 'মিস এক্সট্রা' যোগ করেছে ৯ রান। তাতে দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬৯।

প্রতিপক্ষ দলের মাসিঙ্গিতা ১৫ রানে নেন ৫ উইকেট। নয়টি ০ রানের ইনিংসের পরও শেষ পর্যন্ত সানিয়ার দল ম্যাচ জিতে নিয়েছে ৪২ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.