Sylhet Today 24 PRINT

পুরুষদের সাথেই খেললেন নারী ক্রিকেটার

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৫

পুরুষ ক্রিকেট ম্যাচে খেলছেন নারী ক্রিকেটার, এমন দৃশ্য ভাবা যায়? ভাবা না গেলেও  সেই অবিশ্বাসযোগ্য কাজটিই করে ফেললেন ইংল্যান্ডের কেট ক্রস। পুরুষদের সাথে ক্রিকেট ম্যাচ খেলে প্রথম নারী হিসেবে ল্যাঙ্কাশায়ার লিগে ইতিহাস গড়লেন তিনি।সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লিগের ১২৩ বছরের ইতিহাসে প্রথম ছেলেদের সাথে ম্যাচ খেললেন নারী এই ক্রিকেটার।

লিগে নিজের অভিষেক মাচেই মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন হেইউড ক্রিকেট ক্লাবের হয়ে পুরুষদের সাথে খেলতে নামা কেট ক্রস। এর ফলে তার দল আট উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে কেট ক্রস বলেন, আমি এখানে বড় হয়েছি এবং আমি যা ক্রিকেট শিখেছি তা এই ক্লাব থেকেই। তবে আমি হেইউড ক্লাবের হয়ে খেলার সুযোগ পাব তা কখনো চিন্তাও করিনি।

ক্রস আরও বলেন, “আমি প্রথম মেয়ে হয়ে আমাদের লিগে খেলতে পারায় অত্যন্ত গর্ববোধ করছি আর আমাকে খেলার অনুমতি জন্য কেন্দ্রীয় ল্যাঙ্কাশায়ার লিগ কমিটির কাছে কৃতজ্ঞ।

হেইউড চেয়ারম্যান জন রোডস বলেন, ক্লাবের হয়ে ক্রস এর আত্মপ্রকাশ একটি গর্বের ব্যাপার। আমি মনে করি এই ঘটনা নারী ও মেয়েদের ক্রিকেট খেলার দিকে আরও আগ্রহী করে তুলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.