Sylhet Today 24 PRINT

বোলিং করতে পারবেন হাফিজ

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৫

পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা করেছে আইসিসি। চলতি বছরের ৯ এপ্রিল চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাফিজ।এরপর মঙ্গলবার আইসিসির তরফ থেকে এ ধরণের সিদ্ধান্ত এলো।

আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সবকয়টি পরীক্ষায় দেখা যাচ্ছে, তার অফস্পিনে কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রির মধ্যেই রয়েছে। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টে বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়েন হাফিজ। এর ফলে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেই বোলিং করতে পারবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.