Sylhet Today 24 PRINT

টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবনমন

স্পোর্টস ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৭

অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার খেসারত দিচ্ছে পাকিস্তান। সিরিজে লজ্জাজনকভাবে হেরে ৫ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে মিসবাহ-উল-হকের দল।

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার সমান ১০২ পয়েন্ট ছিল পাকিস্তানের। ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে ছিল মিসবাহর দলই। টানা তিন ম্যাচ হারা দলটিকে পেছনে ফেলে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড (১০১)।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানের পয়েন্ট ৯৭। তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আছে নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা।

এর আগে নিউ জিল্যান্ডেও দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারা পাকিস্তান হেরেছে টানা ৬ টেস্ট।

গত বছর জুলাই-অগাস্টে ইংল্যান্ডের সঙ্গে ২-২ ব্যবধানে ড্রয়ের পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল পাকিস্তান। এরপর থেকে দলটি কেবল পিছিয়েই যাচ্ছে।

শীর্ষে থাকা ভারতের (১২০) সঙ্গে ব্যবধান কমিয়েছে অস্ট্রেলিয়া (১০৯)।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ আছে স্টিভেন স্মিথের দলের সঙ্গে পয়েন্ট পার্থক্য কমানোর। ৩-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৭। ২-০ ব্যবধানে জিতলে ১০৫, শেষ টেস্ট হেরে গেলেও তাদের পয়েন্ট হবে ১০৪।

৬৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। আট নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.