Sylhet Today 24 PRINT

আবারও ইনজুরিতে মাশরাফি, হাতে ধরা পড়েছে চিড়

স্পোর্টস ডেস্ক  |  ০৮ জানুয়ারী, ২০১৭

দুঃসংবাদ মাশরাফির জন্য, দুঃসংবাদ বাংলাদেশের জন্যও। ক্যারিয়ারে আরও একবার ইনজুরির শিকার হলেন মাশরাফি বিন মুর্তজা। কবজির হাড়ে চিড় ধরা পড়েছে টাইগারদের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের।

নিউ জিল্যান্ড সফরের টেস্ট দলে না থাকায় রোববারের টি-টোয়েন্টি ম্যাচটি ছিল এই সফরে মাশরাফির শেষ ম্যাচ। আর শেষ ম্যাচটিতেই ইনজুরিতে পড়লেন ম্যাশ।

ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে ঘটে ঘটনাটি। মাশরাফির ফুল টসে সোজা ব্যাট চালিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ঝাঁপিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেন বোলার মাশরাফি। বল হাতের তালুতে লেগে ছিটকে যায়। তখনই ব্যথায় কাতরাতে দেখা যায় মাশরাফিকে।

ফিজিও তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার পর মাঠ ছেড়ে যান মাশরাফি। ওই ওভারের শেষ চারটি বলে করেন মোসাদ্দেক। ম্যাচ শেষে মাশরাফিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে স্ক্যান করানোর পর ধরা পড়ে এই চিড়।

এই ইনজুরিতে কত দিন মাশরাফিকে খেলার বাইরে থাকতে হবে, তা অবশ্য জানা যায়নি এখনো। বর্তমান সূচিতে আগামী মে মাসের আগ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.