Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের সূচি

স্পোর্টস ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৭

চলতি বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এটি । ৭ মার্চ শুরু হয়ে এ সিরিজ শেষ হবে ৮ এপ্রিল। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশিত হয়েছে। এই সফরের আগে নিউজিল্যান্ড থেকে ফিরে একমাত্র টেস্ট খেলতে ভারত সফরে যাবে টাইগাররা।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। এরপর ওয়ানডে সিরিজ আর সবশেষে থাকবে টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে কয়েক দফা শ্রীলঙ্কা সফরে  ব্যক্তিগত বেশ কিছু সাফল্য পেলেও দলগত কোনো সাফল্য পায়নি টাইগাররা। মোহাম্মদ আশরাফুলের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি, মুশফিুকর রহিমের বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ঘটনা ঘটেছিল লঙ্কার মাটিতেই।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি:

প্রথম টেস্ট, ৭-১১ মার্চ, ভেন্যু- গল
দ্বিতীয় টেস্ট, ১৫-১৯ মার্চ, ভেন্যু- ওভাল
প্রথম ওয়ানডে, ২৫ মার্চ, ভেন্যু- হাম্বানটোটা
দ্বিতীয় ওয়ানডে, ২৯ মার্চ, ভেন্যু- ডাম্বুলা
তৃতীয় ওয়ানডে, ১ এপ্রিল, ভেন্যু- ডাম্বুলা
প্রথম টি-টুয়েন্টি, ৫ এপ্রিল, ভেন্যু- কলম্বো
দ্বিতীয় টি-টুয়েন্টি, ৮ এপ্রিল, ভেন্যু- কলম্বো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.