Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সাথে ক্রিকেটারদের ‘সেলফি’

পাকিস্তান বধের আনন্দ ভাগাভাগি

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০১৫

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজনের দাওয়াতে শনিবার তাঁর সরকারি বাসভবন 'গণভবনে' গিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর সাথে খোশগল্প, আড্ডা ও সেলফি তোলে সময় পার করেন। পাকিস্তানকে ওয়ানডেতে বাংলাওয়াশ ও টি-টুয়েন্টিতে উড়িয়ে দেয়ার পর দারুণ উচ্ছ্বসিত ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর সাথে জয়ের অভিজ্ঞতা ও আনন্দ ভাগ করেন।

এসময় নাসির, তাসকিন, মুশফিক, সৌম্য, মুমিনুলদের প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলতে দেখা যায়। এসময় বিশ্বকাপে ভালো খেলার পর পাকিস্তানকে ওয়ানডে সিরিজে 'বাংলাওয়াশ' এবং টি-টুয়েন্টিতে হারানোয় পুরস্কৃত হবার খবরও পেয়েছেন ক্রিকেটাররা। পুরষ্কারের মধ্যে রয়েছে - টাকা, ফ্ল্যাট ও  গাড়ি।








প্রধানমন্ত্রী জানান, বিশ্বকাপে ‘উইনিং বোনাস’ হিসেবে ১ কোটি টাকা এবং আইসিসি থেকে আরও ৩ কোটি টাকা পাওয়া গেছে। বিসিবি থেকে দেওয়া হবে ১ কোটি ২৩ লাখ টাকা। আর বিশ্বকাপে ভালো খেলার জন্য ১ কোটি টাকা এবং পাকিস্তানকে ওয়ানডেতে ‘বাংলাওয়াশ’ করা ও টি-টুয়েন্টি সিরিজে হারানোর জন্য আরও ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বেক্সিমকো থেকে আরও ১ কোটি টাকা দেওয়া হবে বলেও তিনি জানান।
 
জাতীয় দলের যেসব ক্রিকেটারকে আগে গাড়ি দেওয়া হয়নি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হবে বলে শেখ হাসিনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.