Sylhet Today 24 PRINT

বাংলাদেশ জয়ের কথাও ভাবছে, জানালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

চোট জর্জর অবস্থায় একাদশ সাজানোই যেখানে চ্যালেঞ্জিং ছিল দ্বিতীয় দিন শেষে সেখানে জয়ের কথাও ভাবছে বাংলাদেশ।

ক্রাইশ্চচার্চ টেস্টে দ্বিতীয় দিন শেষে হাতে ৩ উইকেট নিয়ে ২৯ রানে পিছিয়ে আছে নিউ জিল্যান্ড। তৃতীয় দিন দ্রুত বাকি উইকেটগুলো তোলে ম্যাচের নিয়ন্ত্রন নিতে চায় বাংলাদেশ। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন তাসকিন আহমেদ।

তিনি বলেন, ‘আগামীকাল যদি দ্রুত নিউজিল্যান্ডের বাকি ৩ উইকেট ফেলে দিতে পারি আর ব্যাটসম্যানরা ভালো করে, এই টেস্টে জেতার সামর্থ্য রাখি আমরা।’

‘আমরা দেশের মাটিতে সর্বশেষ টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছি। ভালো পারফর্ম করে আমরা এই টেস্টটাও জিততে পারি। সেই সামর্থ্য আমাদের আছে।’

কিউইদের ইনিংসের শুরু থেকেই দারুন বল করেন তাসকিন তবে ফিল্ডারদের হাত ফসকে তার বলে একাধিক ক্যাচ মিস হওয়ায় দিনশেষে ১ উইকেট আছে তার নামের পাশে।  এ নিয়ে তিনি বলেন,  ‘সুযোগ এসেছিল। সুযোগগুলো কাজে লাগেনি। এটি নিয়ে ভাবি না। এটি ক্রিকেটেরই অংশ। উইকেট হয়তো একটা পেয়েছি আজ। কিন্তু দিন যেদিন আসবে, হয়তো ছয়-সাত-আটটা উইকেট পেয়ে যাব। আসল বিষয় হলো ভালো জায়গায় বল করা।’

,

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.