Sylhet Today 24 PRINT

শতকের কাছে গিয়ে ফিরলেন সাকিব, বিপদে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক  |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

ফাইল ছবি

শতকের কাছাকাছি গিয়েও শতক হলো না সাকিব আল হাসানের। ৮২ রান করে রবীচন্দ্রন অশ্বিনের বলে উমেশ যাদবের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরলেন সাকিব।

শনিবার (১১ ফেব্রুয়ারি) মুমিনুল আউট হওয়ার পর প্রথম সেশনেই ব্যাট করতে নামেন সাকিব। শুরু থেকেই ওয়ানডে স্টাইলে চালাতে থাকেন ব্যাট। মাটি কামড়ানো শটের পাশাপাশি বোলার-ফিল্ডারের মাথার উপর দিয়েও বল সীমানা ছাড়া করেছেন কয়েকবার।

১৪টি বাউন্ডারির সাহায্যে ৮২ রান তুলতে ১০৩ বল খেলেন সাকিব। তার ৮২ রানে ভর করে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২২ রান। ভারতের ৬৮৭ রানের ইনিংস থেকে এখনো ৪৬১ রানে পিছিয়ে বাংলাদেশ। ক্রিজে আছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম (৪৬) ও সাব্বির রহমান (৯)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.