Sylhet Today 24 PRINT

নিজেদের মাটিতেই ধরাশায়ী ভারত

স্পোর্টস ডেস্ক  |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

বেশ কিছুদিন ধরেই ঘরের মাঠে দাপুটে নৈপুণ্য দেখাচ্ছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে টানা ছয়টি টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড ও টানা ১৯টি ম্যাচে অপরাজিত ছিল ভারত। এতেকরে ভারতের গায়েই সেঁটে দিয়েছিলেন ফেভারিটের তকমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর পর ভারতকে একটানে মাটিতে নামিয়ে আনল স্টিভেন স্মিথের দল।

স্টিভেন স্মিথের দারুণ ব্যাটিং আর অজি স্পিনারদের অসাধারণ বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণই করতে হলো ভারতকে। ম্যাচে অস্ট্রেলিয়া ৩৩৩ রানের বিশাল ব্যবধানের জয়ের মাধ্যমে ভারত সফরের শুরুটা করল দারুণভাবে।

শেষবারের মতো ভারতের মাটিতে অস্ট্রেলিয়া টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ২০০৪ সালে। তারপর টানা ১১টি ম্যাচে ভারত ছিল অপরাজিত। সর্বশেষ সাতটি মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। তবে এক যুগেরও বেশি সময় পর অবশেষে ভারতের মাটিতে ভারত বধ করতে পারল অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ১০৫ রানে। দ্বিতীয় ইনিংসেও দেখা গেল একই চিত্র। এবার ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছে ১০৭ রান। প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ছয় উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কাফি। এটাই ভারতের মাটিতে বিদেশি কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার। দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন আরেক স্পিনার নাথান লায়ন।

প্রথম ইনিংসে ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের দারুণ শতকে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছিল ২৮৫ রান। ফলে ভারতের সামনে দাঁড়িয়েছিল ৪৪১ রানের দুরুহ লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে অজি অধিনায়ক স্মিথের করা ১০৯ রানই পেরোতে পারেনি ভারত। গুটিয়ে গেছে মাত্র ১০৭ রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি এসেছে চেতেশ্বর পূজারার ব্যাট থেকে। ১৮ ও ১৩ রানের ছোট দুটি ইনিংস খেলেছেন অজিঙ্কা রাহানে ও অধিনায়ক বিরাট কোহলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.