Sylhet Today 24 PRINT

ব্যাট করবেন মুশফিক

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক  |  ০১ মে, ২০১৫

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আঙ্গুলে চোট পান। এক সময় মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। এক্সরে এর রিপোর্টে অবশ্য বড় কোনো সমস্যা ধরা পড়েনি। বিশ্রাম নিলেই তার চোট ভালো হয়ে যাবে এমনটই জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে খুলনার চতুর্থ দিনেও  মাঠে ফেরেননি অধিনায়ক মুশফিকুর রহিম।

তার বদলে চতুর্থ দিনে পালা করে উইকেট কিপিং করেছেন ইমরুল কায়েস, শুভাগত হোম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ৪ জনের উইকেট কিপিং করার ঘটনা এটাই সম্ভবত প্রথম।

আগে বলা হয়েছিল আঙ্গুলের ব্যাথা কমলে মাঠে নামবেন তিনি। কিন্তু চতুর্থ দিনেও তিনি মাঠে না নামায় ইনজুরি গুরুতর কিনা এমন প্রশ্ন ডানা মেলে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে উইকেট কিপিং না করলেও ব্যাটিং করবেন মুশফিক।

বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক অন্যতম। তাই তাকে দিয়ে আর উইকেট কিপিং না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নামানো হবে।  যাতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.