Sylhet Today 24 PRINT

এক ইনিংসে উইকেট রক্ষক ৪ জন!

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০১৫

খুলনা টেস্টের দ্বিতীয় দিনেই আঙ্গুলের চোটে পড়ে মাঠের বাইরে চলে যান  বাংলাদেশ দলের অধিনায়ক ও উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তারপর থেকেই উইকেট রক্ষকের দায়িত্ব এসে পড়ে ওপেনার ইমরুল কায়েসের উপর। বছর পাচেক আগে জাতীয় লীগের ম্যাচে উইকেট কিপিং এর অভিজ্ঞতা নিয়েই দাঁড়িয়ে যান উইকেটের পেছনে। দ্বিতীয় দিনের বাকিটা এবং পুরো তৃতীয় দিন উইকেট কিপিং করেন তিনি।

চতুর্থ দিনের শুরুতেও উইকেট কিপিং চালিয়ে যান ইমরুল। কিন্তু তাইজুল দ্রুত পাকিস্তানের ২ উইকেট তোলে নিলে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইমরুলকে বদলিয়ে শুভাগতকে প্যাড গ্লাভস পরিয়ে উইকেটের পেছনে দাড় করান। উদ্দেশ্যে পাকিস্তান অলআউট হয়ে গেলে তো ইমরুলকে আবার ওপেনিং করতেও নামতে হবে, কাজেই তার কিছুটা বিশ্রাম দরকার। 

পাকিস্তানের নবম উইকেটের পতনের পর আবার উইকেট কিপিং এর দায়িত্ব বদল হয়, এবার শুভাগত বোলিং এর দরকার পড়ায় প্যাড গ্লাভস যায় মাহমুদুল্লাহ রিয়াদের কাছে। পাকিস্তানের ১০ম উইকেট পতনেও ভূমিকা ছিল 'উইকেট রক্ষক' রিয়াদের। তাইজুলের বলে জুলফিকার বাবরকে স্টাম্পিং করেন তিনি।

বাংলাদেশের পক্ষে কোন টেস্টে চার জনের কিপিং করার নজির এই প্রথম। টেস্ট ক্রিকেটেও কি এমন বিচিত্র ঘটনা ঘটেছে? ঘাটতে হবে পরিসংখ্যান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.