Sylhet Today 24 PRINT

ধৈর্য ধরে খেলাই সঠিক অ্যাপ্রোচ: সাকিব

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০১৭

আগের দিন ব্যাটিংয়ে নেমেই সাকিব আল হাসান ছিলেন অস্থির। নেমেই খেলেছেন পাগলাটে শট। দুবার ক্যাচ দিয়েও বেঁচেছেন। টেস্টের এই অ্যাপ্রোচ দেখে প্রচুর সমালোচনার মুখে পড়া সাকিব তৃতীয় দিনে পাল্টে ফেলেন নিজেকে।

খেলেন মেজাজ বুঝে। তুলে নেন পঞ্চম সেঞ্চুরি। দল পায় বড় লিড। এক রাতের মধ্যে নিজেকে বদলানোর রহস্য খোলসা করলেন সাকিব। জানালেন নিজের সাথে বোঝাপড়া করেছেন রাতভর।

“যেহেতু নট আউট ছিলাম, কাল রাতে চিন্তা করার সময় ছিল। ওই সময়টাতে আমি চিন্তা করতে পেরেছি, কিভাবে অ্যাপ্রোচ করলে ভালো হয়। বিশেষ করে চান্দিমাল যেভাবে ব্যাটিং করেছে প্রথম ইনিংসে। ওখান থেকে অনেক কিছুই শেখার ছিল। এই উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে। ওটা অনেক সাহায্য করেছে।”

এর আগে উইকেট ছুঁড়ে তার খেলার ধরন ওভাবেই বললেও এবার বলছেন ভিন্ন কিছু,  “পুরোটাই মেন্টাল অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। কিছু কিছু সময়ে আমাদের সবাইকেই এটি করতে হয়। আমি ভাগ্যবান যে এবার সেটি করতে পেরেছি। গতকাল অনেক ভেবেছি, কঠিন ভাবে চিন্তা করেছি। ঠিক করেছি, ধৈর্য ধরে খেলাই হবে সঠিক অ্যাপ্রোচ।”

কলম্বোয় ১১৬ রানের ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৬৭ রানে। লিড দাঁড়ায় ১২৯ রানের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.