Sylhet Today 24 PRINT

কোহলি-স্মিথের চেয়েও এগিয়ে সাকিব-মুশফিক

স্পোর্টস ডেস্ক  |  ১৮ মার্চ, ২০১৭

টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে সেরা ব্যাটসম্যানদের তালিকা করলে অনায়াসে সেই তালিকায় ঢুকে যাবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু একটা জায়গায় তাদেরকে পেছেনে ফেলে দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এ বছর এখন পর্যন্ত বড় দৈর্ঘের ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন সাকিব। পাঁচ টেস্টে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৫৩৫ রান করেছেন এই টাইগার অলরাউন্ডার। এর মধ্যে আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরি ও চলমান শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টে করা সেঞ্চুরি। এছাড়া আছে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ও কিউইদের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে দুটি হাফ সেঞ্চুরি।

এ বছর রান সংগ্রহে সাকিবের পরই আছেন মুশফিক। ৪ টেস্টে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে ৪৯৩ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। দুই সেঞ্চুরির প্রথমটি নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে আর দ্বিতীয়টি ভারতের বিপক্ষে হায়দরাবাদে।

স্মিথ ৪ টেস্টে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে করেছেন ৪৩৩ রান। কোহলি চার টেস্টে করেছেন ২৮৮ রান। আর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের সংগ্রহ ২৯২ রান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.