Sylhet Today 24 PRINT

রেকর্ড তালিকার সেরা পাঁচে সাকিব

স্পোর্টস ডেস্ক  |  ১৯ মার্চ, ২০১৭

ছবিঃ ক্রিকইনফো

নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনারদের তালিকায় এবার সেরা পাঁচে স্থান করে নিয়েছেন তিনি।

১৭০ উইকেট নিয়ে নিজের ৪৯ তম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব। প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন দুটি। পরের ইনিংসে নিলেন চারটি। এ নিয়ে সাকিবের টেস্ট উইকেটের সংখ্যা এখন ১৭৬টি। এতদিন ৪৯ টেস্টে ১৭৪ উইকেট নিয়ে পাঁচ নম্বরে ছিলেন ইংল্যান্ডের টনি লক।

পাঁচ থেকে চারে উঠতে হলে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে সাকিবকে। ২৬৬ উইকেট নিয়ে তালিকার চার নম্বরে আছেন ভারতের সাবেক স্পিনার বিষেণ সিং বেদি। ২৯৭ উইকেট নিয়ে তিনে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড আর দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির ঝুলিতে আছে ৩৬২ উইকেটে।

তালিকায় সবার ওপরে আছেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক রঙ্গনা হেরাথ। ৩৭০ উইকেট নিয়ে কলম্বো টেস্টের শেষ ইনিংস শুরু করেছিলেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার। এই ইনিংসে ইতোমধ্যে (শেষ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত) তুলে নিয়েছেন আরো দুই উইকেট। এখন পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা ৩৭২।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.