Sylhet Today 24 PRINT

তোমরা ইতিহাস সৃষ্টি করেছ: সাকিব-মুশফিককে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৭

শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলম্বোতে শ্বাসরুদ্ধকর এ ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ঐতিহাসিক এ জয়ের পরপরই প্রধানমন্ত্রী দলের সবাইকে অভিনন্দন জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্যা সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

'তিনি দলের সদস্যদের জন্য দোয়া করে বলেছেন, তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।'

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী টেলিফোনে কথা শেষ করেন ‘জয় বাংলা’ বলে।

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এই জয়ের মধ্য দিয়ে দেশের বাইরে চতুর্থ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে এটাই বাংলাদেশের সেরা টেস্ট জয়।
সূত্র: বিডিনিউজ২৪

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.