Sylhet Today 24 PRINT

বাংলাদেশের আগে মাত্র তিনটি দেশ জিতেছিলো শততম টেস্টে

স্পোর্টস ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৭

বাংলাদেশের আগে মাত্র তিনটি দেশ জিততে পেরেছে নিজেদের শততম টেস্ট। রোববার অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পাশে নাম লেখালো বাংলাদেশ। চতুর্থ টিম হিসেবে শততম টেস্ট জিতে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে সাদা পোশাকে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারানোর গৌরব অর্জন করেছে মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে কলম্বো টেস্ট। ছয় উইকেট হারিয়ে ১৯১ রানের লক্ষ্য টপকাতেই দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক-মিরাজের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন সতীর্থরা। উইনিং শট খেলেন মোসাদ্দেকের বিদায়ে জয় থেকে দুই রান দূরে থাকতে উইকেটে নামা মেহেদী হাসান মিরাজ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তাদের শততম টেস্টে জয়ের স্বাদ পায়নি। সেটিই করে দেখালো বাংলাদেশ।

বাংলাদেশের আগে তিনটি দল এমন কীর্তিতে সাক্ষর রাখে। তিনটি ম্যাচেই জড়িত অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাইলফলক গড়া জয়ের পর পাকিস্তান ও ক্যারিবীয়দের শততম টেস্টের প্রতিপক্ষ ছিল অজিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.