Sylhet Today 24 PRINT

তাদের ক্রিকেটে কোন জায়গা নেই: সাকিব ও রিয়াজ সম্পর্কে ম্যাচ রেফারি

স্পোর্টস ডেস্ক |  ০৪ মে, ২০১৫

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের ওহায়াব রিয়াজের মধ্যে বাকবিতণ্ডার শাস্তিস্বরূপ দুজনকেই তাদের ম্যাচ ফি’র শতকরা ৩০ ভাগ কেটে নেওয়া নেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে এই বিষয়ে ম্যাচ রেফারী জেফ ক্রো বলেন, ‘দুজন সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটার যখন একে অপরের দিকে আঙ্গুল তুলে ঝগড়া করেন, তাদের ক্রিকেটে কোন জায়গা নেই।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের সবসময় মনে রাখতে হবে, কোটি কোটি লোক তাদেরকে দেখছে একই সঙ্গে তারা কোটি মানুষের অনুসরণীয়। তাই সবসময় তাদেরকে এগুলো মনে রাখতে হবে। আর এ কারণেই তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত।’

প্রসঙ্গত, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল টেস্টের শেষদিনে কোন এক ওভারে জুনায়েদ খানের বলে চার মারেন সৌম্য সরকার। এসময় ক্রিজের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানের দিকে হঠাৎ করে ধেয়ে আসেন পাকিস্তানি পেস বোলার ওয়াহাব রিয়াজ। এসেই সাকিব আল হাসানের সাথে গায়ে পড়েই আঙ্গুল উঁচিয়ে শাসাতে থাকেন সাকিবকে। সাকিব ও হাত উঁচিয়ে রিয়াজকে সাবধান হতে বলেছেন। কিছুক্ষণের জন্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানি অধিনায়ক মিসবাহ পরে আম্পায়ার র্যা নমোরে মার্টিনেজের সাথে এ ব্যাপারে কথা বললে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.