Sylhet Today 24 PRINT

বাবরের সেঞ্চুরিতে সিরিজে সমতায় ফিরলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৭

দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরিতে ২৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে হাসান আলীর বোলিং তোপের মুখে পড়ে ক্যারিবীয়রা। ৫.১ ওভার বাকি থাকতে ২০৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

প্রথম ওয়ানডেতে ৩০৮ করেও চার উইকেটে হেরে যায় পাকিস্তান। একই গ্রাউন্ড গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তরুণ বাবরের ক্যারিয়ার সেরা ১২৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে স্কোরবোর্ডে পাঁচ উইকেটে ২৮২ রান তোলে তারা।

কামরান আকমল ২১, মোহাম্মদ হাফিজ ৩২, সরফরাজ আহমেদ ২৬ রান করেন। বাবরের সঙ্গে ৪৩ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। শ্যানন গ্যাব্রিয়েল দু’টি ও একটি করে উইকেট নেন আলজারি জোসেফ, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ও. ইন্ডিজ। ৭৫ রান তুলতেই ছয় উইকেটের পতন ঘটে। দু’টি অর্ধশত রানের জুটিতে দলীয় স্কোর দুইশ’ পার হয়। সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। অ্যাশলে নার্সের ব্যাট থেকে আসে ৪৪।

একাই পাঁচটি উইকেট দখল করেন পেসার হাসান আলী। মোহাম্মদ হাফিজ দু’টি ও একটি করে নেন মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাদাব খান।

এই মাঠেই মঙ্গলবার (১১ এপ্রিল) সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ইনিংস:২৮২/৫ (৫০ ওভার)

(আহমেদ শেহজাদ ৫, কামরান আকমল ২১, বাবর আজম ১২৫*, মোহাম্মদ হাফিজ ৩২, শোয়েব মালিক ৯, সরফরাজ আহমেদ ২৬, ইমাদ ওয়াসিম ৪৩*; শ্যানন গ্যাব্রিয়েল ২/৫০, জ্যাসন হোল্ডার ০/৪৮, আলজারি যোসেফ ১/৬৯, দেবেন্দ্র বিশু ১/৪০, অ্যাশলে নার্স ১/৪২, জনাথন কার্টার ০/২৩)

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ২০৮ (৪৪.৫ ওভার)

(এভিন লিউইস ১৩, চাঁদউইক ওয়ালটন ১০, শাই হোপ ১৫, কাইরান পাওয়েল ১১, জনাথন কার্টার ১২, জ্যাসন মোহাম্মদ ১, জ্যাসন হোল্ডার ৬৮, অ্যাশলে নার্স ৪৪, দেবেন্দ্র বিশু ১৬, আলজারি যোসেফ ১৫, শ্যানন গ্যাব্রিয়েল ০*; মোহাম্মদ আমির ১/৩৬, জুনায়েদ খান ১/৪১, হাসান আলী ৫/৩৮, মোহাম্মদ হাফিজ ২/২৩, ইমাদ ওয়াসিম ০/২৯, শাদব খান ১/৪০)।

ফল: পাকিস্তান ৭৪ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজ ১-১ সমতা।

ম্যান অব দ্য ম্যাচ: বাবর আজম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.